সিলেট লেখিকা সংঘ বরণ করে নিলো নতুন লেখিকাকে

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

সিলেট লেখিকা সংঘ বরণ করে নিলো নতুন লেখিকাকে

ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের অন্যতম লেখিকা সংঘ সিলেটের সুনামধন্য লেখিকাদের নিয়ে এটি সংঘঠিত হয়েছে।এখানে রয়েছেন অনেক গুণী ও জাত মানের লেখিকারা। সিলেট লেখিকা সংঘ বঙ্গবন্ধু কে নিবেদিত করে ত্রয়োদশতম কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ,র (১৩তম) বই মেলায় ফুলেল শুভেচ্ছা দিয়ে বর্তমান যুগের নতুন লেখিকা শামিমা আক্তার জিনুকে বরণ করে নিলো। এসময় উপস্থিত ছিলেন,সিলেট লেখিকা সংঘের হোসনে আরা কলি,লেখিকাদের মধ্যে ছিলেন,আমিন শহিদ মান্না,মাসুদা সিদ্দিকা রুহী,আলেয়া রহমান,বিনতা দেবী,নাঈমা চৌধুরী,সুরাইয়া পারভীন লিলিসহ আরো অনেকে। প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ