ঢাকা ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
সরকার ও জনগণের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যৌথ উদ্যোগ জরুরি : একে আব্দুল মোমেন
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: প্রশাসনিক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন । শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বিদেশ ফেরতসহ সবাইকে স্থানীয় আইন মেনে চলতে হবে। আমরা কিছু দিন ধরে দেখছি করোনা ভাইরাস বিদেশ থেকে আসাদের মাধ্যমে কমিউনিটিতে সংক্রমণ হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকার ও জনগণের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যৌথ উদ্যোগ খুবই জরুরি।
এছাড়া ইউকে, চায়না, থাইল্যান্ড ও হংকং ছাড়া বাকি সব দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবনে বেলা সোয়া ১১টা পর্যন্ত আন্ত: মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।