জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল স্বেচ্ছা কোয়ারেন্টিনে

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল স্বেচ্ছা কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক::   গত শুক্রবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গিয়েছিলেন তাঁর নিজ চিকিৎসকের কাছে। তিনি মূলত সেখানে যান তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও একটি প্রতিষেধক টিকা নিতে। এখন সেই চিকিৎসকই করোনাভাইরাসে আক্রান্ত।

গতকাল (রোববার) সন্ধ্যায় এ ব্যাপারে জার্মানির সরকারি মুখপাত্র স্টিফেন সিবার্ট জানান, চ্যান্সেলর ম্যার্কেল শুক্রবার নিজের চিকিৎসকের কাছে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। ওই চিকিৎসকের কাছে তিনি নিউমোকোকাল টিকা নেন।

পরে ওই চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজেটিভ আসাতে ম্যার্কেলও পড়ে গেছেন শঙ্কায়। আগামী দুই সপ্তাহের জন্য তিনি স্বেচ্ছা–কোয়ারান্টিনে অবস্হান করার সিদ্ধান্ত নিয়েছেন। করানাভাইরাসে শরীরে ঢুকেছে কি না, এখন তাঁকে নিয়মিত পরীক্ষা করাতে হবে।

সরকারি মুখপাত্র জানান, ম্যার্কেল শুক্রবার মধ্য বার্লিনে, মোরেন স্ট্রারাসেতে একটি সুপার মার্কেটে বাজার করার সময় নিজ হাতে ট্রলি ঠেলে নিয়ে যান। কাজেই তাঁর ঝুঁকি রয়েছে।

ম্যার্কেল স্বেচ্ছা–কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত জানানোর আগে জার্মানির ১৬ প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিকনফারেন্স করেন। করোনাভাইারাসের প্রাদুর্ভাব বিস্তৃত হওয়ায় সারা দেশ লকডাউন করার বিষয়টি উঠলেও বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দেশে নয়টি নতুন বিধি জারি করা হয়েছে।

২২ মার্চ পর্যন্ত জার্মানি জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২৪ হাজার ৮৭৩। ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ