সিলেটে মীরবক্সটুলায় অজ্ঞান অবস্থায় ফিনল্যান্ড ১ নাগরিক হাসপাতালে প্রেরণ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

সিলেটে মীরবক্সটুলায় অজ্ঞান অবস্থায় ফিনল্যান্ড ১ নাগরিক হাসপাতালে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মীরবক্সটুলায় সড়কের পাশে একটি ভবনের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় বিদেশী ১ নাগরিককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা সেই ব্যক্তি ফিনল্যান্ড থেকে আসা এক যুবক। আজ শনিবার বিকাল ৫টার দিকে নগরীর মিরবক্সটলিায় এ ঘটনা ঘটে।

ফিনল্যান্ডের নাগরিক যুবকের নাম মি.মার্কু (৪৫)। তিনি প্রায় দুই মাস আগে বাংলাদেশে বেড়াতে আসেন। দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকেন মার্কু।

সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা ডায়ালসিলেটকে জানান, আজ শনিবার বিকালে মি.মার্কু হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলেন এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে তিনি শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ