যশোরের সহকারী কমিশনার(ভূমি) সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

যশোরের সহকারী কমিশনার(ভূমি) সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার

ডায়ালসিলেট ডেস্ক :: যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার সাইয়েমা হাসানকে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই এসি ল্যান্ডকে অব্যাহতি দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার প্রকৃত ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক তিন ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাঁদের ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন সাইয়েমা হাসান। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই সকল কর্মকর্তাদের আচরণবিধি মেনে চলতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ