প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: সুনামগঞ্জের ভাটিপাড়া ইউনিয়নের কুচিরগাও – গনকা প্রায় ১২৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্র শিক্ষার্থীদের নবগঠিত সংগঠন ফ্রেন্ডশিপ ফরএভার এর উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় প্রত্যেককে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম তেলে ১ কেজি পিয়াজ এবং ৫০০ গ্রাম ডাল করে মোট ১৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করে এ সংগঠনটি।
ফ্রেন্ডশিপ ফরএভার সংগঠনের ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্রদের নিয়ে এ সংগঠনটি ভবিষ্যতে তারা ক্রমান্নয়ে এই সকল কাজ চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন একইসাথে ফ্রেন্ডশিপ ফরএভার সংগঠন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা নিয়োজিত থাকবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন অলিউর রহমান, আমজাদ হোসেন, ইমরান আহমদ নিক্সন, মশিউর রাহমান ,উমার আহমেদ, তাজাম্মুল ইসলাম রিমন, সুজন তালুকদার, সেজেল আহমদ, খায়রুল ইসলাম, নির্মল সরকার, সনজয়, লাভলু, জহিরুল, শাহজ্জামান, বাপ্পু তালুকদার, রাসেদ আহমদ, দিদার আলম বাদশা, জুয়েল তালুকদার, আসওয়াদ, স্বপন সরকরা ,মহসিন, মেজু মনিসহ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech