দেশে করোনায় মৃতের সংখ্যা একশো’ ছাড়িয়েছে

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

দেশে করোনায় মৃতের সংখ্যা একশো’ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৯২ জন এবং মারা গেছেন ১০ জন ।এ নিয়ে সর্বমোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১০১জন । এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৫ জন।

আজ সোমবার (২০ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের মহা পরিচালক নাছিমা সুলতানা।

ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে ঢাকায় ৫জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ