প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
সিলেটে মঙ্গলবার পর্যন্ত নতুন করে আরো ৬জন করোনা পজেটিভ ধরা পড়েছেে এ নিয়ে সিলেটবিভাগ জুড়ে আক্রান্তে সংখ্যা দাড়ালো ১০৬।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় এবারে৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লালা রায় ।
অন্যদিকে সুনামগঞ্জে আরো ২জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে বলা জানা যায়। তবে নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন বলে জানা যায়।
এদিকে ৬ জন রোগীর করোনা পজেটিভ শনাক্তের মধ্যে সুনামগঞ্জ ২ এবং হবিগঞ্জ ৪ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০০জন। এর মধ্যে মোট আক্রান্ত সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জ ২৭ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ১১জন এবং প্রানহানি ৩জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech