ঢাকা ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মৌলভীবাজারে ৮ম শ্রেনীর ছাত্রীর ধর্ষক জুবায়ের আটক
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৬ নং ওয়ান্ডের চানপুর গ্রামের স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনাটি ঘটে।
গত (৪ই মে ২০২০ইং) সোমবার আব্দুল করিমের ছেলে সিএনজি চালক জুবায়ের প্রতিদিনের মত সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐদিন যাবার পথে ৮ বছরের শিশু কন্যা ও তার সাথে থাকা আরো দুই জন (ছাত্র) সহপাঠীকে মক্তবে পৌছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে।
কিছুদুর যাবার পর অন্য রাস্তায় মক্তবে পৌছে দেওয়ার কথা বলে একটি স্কুলের পাশে সিএনজি রেখে অন্য দুজনকে গাড়িতে বসিয়ে মেয়েটিকে স্কুলের বাথরুমে নিয়ে যৌন নীপিডন করে।
দীর্ঘ সময় পর তারা ফিরে না আসায় সিএনজিতে অপেক্ষমান থাকা মেয়েটির সহপাঠী স্কুলের দিকে যায়। সেখানে তারা দেখতে পায় মেয়েটিকে জুবায়ের যৌন নির্যাতন করছে।
যৌন নির্যাতন দেখে ফেললে ধর্ষক জুবায়ের মেয়েটির সহপাঠিদেরকে প্রাণনাশের হুমকি দেয় কাউকে না বলতে। পরে তাদেরকে ছেড়ে দেয়। বাড়িতে পৌছে মেয়েটি তার মা বাবাকে জানালে বিষয়টি জানালে তারা সাবেক মেম্বারকে অবহিত করেন। পরে মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব বলেন – এ বিষয়ে ধর্ষণের মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে হাজতে প্রেরন করা হয়েছে।