সিলেটের হবিগঞ্জে নতুন ১৫জন করোনা পজেটিভ, মোট সনাক্ত ১১৭জন

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ১২, ২০২০

সিলেটের হবিগঞ্জে নতুন ১৫জন করোনা পজেটিভ, মোট সনাক্ত ১১৭জন

সিলেট বিভাগে নতুন করে আরও তিন জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে । তারা ৩জন নারী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জে।

আজ মঙ্গলবার (১২ই মে ২০২০ইং) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে মোট ৯১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে আর বাকি ৮৮জনের নেগেটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এ বিষয়টি জানিয়েছেন।

এদিকে ঢাকার ল্যাব থেকে আসা আরো ১২জনের করোনা ধরা পড়েছে। তারা সবাই হবিগঞ্জের এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

এ নিয়ে হবিগঞ্জে আক্রন্তের সংখ্যা ১১৭জন এনিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩১৬ জন।

0Shares