জুড়ীতে আরও ২জন করোনা পজিটিভ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

জুড়ীতে আরও ২জন করোনা পজিটিভ
আব্দুস সবুর, জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন আরও দুইজনের করোনা পজিটিভ এসেছে। একজনের বাড়ি সদর জায়ফর নগর ইউনিয়নের চম্পকলতা গ্রামে এবং অপরজন ফুলতলা ইউনিয়নের অধিবাসী খাসিয়া সম্প্রদায়ের।

জায়ফর নগর ইউনিয়নের চম্পকলতার বাসিন্দা ৫ সন্তানের জননী ৫৫ বছর বয়সী গৃহিনী গত ১২ মে সাধারন অসুস্থতা নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। শনিবার রাত প্রায় ১২ টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। অপরজন বাড়িতেই ছিলেন। তার সিম্পল পাঠানো হয়েছিলো।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা সমন্বয় কমিটির প্রধান ডাঃ শহিদুল আমিন ফরহাদ জানান, তাদের একজন সিলেটে চিকিৎসা নিতে গিয়ে করোনা ধরা পড়ে।অপরজনের সিম্পল পাঠানো হয়েছিল। তিনি বিষয়টি জেনেছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে জুড়ীতে ৪ জনের করোনা পজিটিভ এসেছিলো। তাদের মধ্যে ৩ জন এখন বিপদ মুক্ত।
0Shares