সিলেট জেলায় আক্রান্ত ১৮জন,সিসিক মেয়র পিএ ইমন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

সিলেট জেলায় আক্রান্ত ১৮জন,সিসিক মেয়র পিএ ইমন করোনা আক্রান্ত

সিলেটে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ৬২০ ছাড়ালো।

শনিবার ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ১৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৬২জনের নেগেটিভ আসে।

একটি সূত্রে জানা যায়, ১৮ জনের সকলেই সিলেট জেলার। তাদের মধ্যে ৩ জন মহিলা ১৫জন পুরুষ রয়েছেন। তারা হলেন গোলাপগঞ্জ ৫ জন, জকিগঞ্জ ৩ জন, বিশ্বনাথ ২জনের মধ্যে ১জন পুলিশ সদস্য , দক্ষিণ সুরমা ১জন, জৈন্তাপুর ১জন এবং সিলেট নগরীতে ৬জন আক্রান্ত হয়েছেন।

এদিকে সিলেট নগরীতে  সিলেট সিটি কর্পোরেশন মেয়রের পি এ মুহিবুর রহমান ইমন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন উর্ধ্বতর পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এদিকে  সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬২০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯২ জন, সুনামগঞ্জ জেলায় ৮৯ জন, হবিগঞ্জ জেলায় ১৫৬ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৮৪ জন। সুস্থ হয়েছেন ১৫৯জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১২ জন। এর মধ্যে  সিলেটে ৯জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।

0Shares