চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটির ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটির ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক :: করোনা ভাইরাস (কোভিড-১৯) দেশের দুর্যোময় পরিস্থিতিতে সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, বিডির পক্ষ থেকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ৫০০ পরিবারের মধ্যে ঈদউপহার সামগ্রী বিতরণ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, যাদের আয় নেই, ঘরে খাবার নেই এমন ১০০ পরিবারকে ১০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

রোববার বিকেলে নগরীর চৌকিদেখি এলাকায় সংগঠনের পক্ষ থেকে এসব ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা
হয়।এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী সোলেমান আহমেদ, হাসান আহমেদ, অপুরাজ, মুমিনুর রহমান, জিলাদ মিয়া, সমর দাস, শাহ রুহেল আহমদ, সুজাত উল্লা মিফতা, সুমন চৌধুরী, নাঈম মিয়া ও চৌকিদেখী হেল্পিং
হ্যান্ডস চ্যারিটি, বিডির সদস্য বিমল দেবনাথ।

চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, বিডির সদস্য বিমল দেবনাথ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই প্রবাসীদের নিয়ে গড়ে উঠা চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত যারা কারো কাছে চাইতে পারেন না, তাদের ঘরেও চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটির ভালোবাসার উপহার সামগ্রী গোপনে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ