প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট দিনদিন বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। সেই আক্রান্তে বাকি নেই কেউই। প্রশাসনের সরকারি-বেসরকারী কর্মকর্তা, পুলিশ,র্যাব, সেনাবিাহিনী, চিকিৎসক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, ব্যবসায়ী করোনা ভাইরাস থেকে মুক্তি পায়নি। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও রাস্তায় প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন। এতে আক্রান্তের শঙ্কা আরো বেড়েছে।
আজ বুধবার সিলেটে করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪২ জন । বিষয়টি সিলেট ওসমানী মেডিকেল কলেজ একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আছমা কামরান।
ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৬ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৪৪ জনের নেগেটিভ আসে। এদিকে আক্রান্তের মধ্যে পুরুষ ৩৫ ও মহিলা ৭ জন রয়েছেন।
এর মধ্যে সিলেট সদরের২৮জন গোলাপগঞ্জ ৩ জন, জকিগঞ্জের ৪ জন, জৈন্তাপুর ৬ জন, ফেঞ্চুগঞ্জ ১জন, কানাইঘাট ২জন রয়েছেন। তাদের মধ্যে ২জন চিকিৎসক, ১জন সরকারি ব্যাংক কর্মকর্তা,ডিসি অফিসের ১জন,জৈন্তাপুর কৃষি অফিসের ১জন, পুলিশ সদস্য ৭জন রয়েছেন।
সিলেট সদরের ১০ জন। তারা হলেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতলে ভর্তি ৫জন, খরাদিপাড়া ২জন,সুবিদবাজার,উপশহর ,আম্বরখানা রয়েছেন আরো ৩জন।
এছাড়াও বালাগঞ্জের গোয়ালা বাজারে ১জন, এবং বিশ্বনাথে আরো ২জন করোনা পজেটিভ ধরা পড়ে। ১৮ জনের মধ্যে জৈন্তাপুরের ইউএনও অফিসের ১জন, পুলিশের উর্ধ্বতর কর্মকর্তা ও পুলিশ সদস্য,ব্যাংকারসহ পল্লীবিদ্যুৎএর ১জন।
সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৭৫৬জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ১০৭ জন, হবিগঞ্জ জেলায় ১৬৪ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৯৭ জন। সুস্থ হয়েছেন ১৯১জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১৫ জন। এর মধ্যে সিলেটে ১১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৩ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech