সিলেটে বিভাগে করোনায় ১৩ শ ছাড়ালো

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০

সিলেটে বিভাগে করোনায় ১৩ শ ছাড়ালো

সিলেটের ২য় ল্যাবে আবারো করোনা আক্রান্ত হয়েছেন ৩১জন । আজ রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে  মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করলে এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ  শনাক্ত  হয়।

বৃহস্পতিবার  রাত পর্যন্ত(৪ই জুন ২০২০ইং) শাবির ল্যাব থেকে ৩১জন এবং ওসমানী মেডিকেলের কলেজ ল্যাব থেকে আরো ১জনসহ সুনামগঞ্জে মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ২৫১ জন।

এদিকে সব মিলিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৩২৭জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৩৭জন এবং মারা গেছেন ২০ জন। সুনামগঞ্জ জেলায় সেখানে মোট আক্রান্ত ২৫১ জন ও এতে মারা গেছেন ১জন। এরপর হবিগঞ্জ জেলায় মোট আক্রান্ত ১৯৫ জন এতে মারা গেছেন ১জন সর্বশেষ মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত রোগী সংখ্যা ১৪৪ জন এবং এতে মারা গেছেন ৪জন।

0Shares