সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০

সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন)

আজ রাত ১৫ জুন  ২০২০  ইং ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসেপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য, গত ৫ জুন সাবেক মেয়রের নমুনা পরীক্ষা  করা হলে পজেটিভ ধরা পড়ে। এরপর দিন তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক  অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার বিকেলে তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।।

0Shares