সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজারে আবগারী ও ভ্যাট বিভাগের বিশেষ অভিযানে ৩০ লক্ষ নকল আকিজ বিড়ি আটক

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজারে আবগারী ও ভ্যাট বিভাগের বিশেষ অভিযানে ৩০ লক্ষ নকল আকিজ বিড়ি আটক

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার গোলাম মো. মুনীর পাওয়া তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায়  সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় নকল ও ব্যান্ডরোলবিহীন বিড়ি আটক করা হয়েছে।

২৯শে জুন সোমবার বিকেল ৪টায় সদর দপ্তরের প্রিভেন্টিভ টিমের সাথে স্থানীয় আবগারী ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তার উপস্থিত তে আটক কার্যক্রম পরিচালিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে ডেপুটি কমিশনার ছৈয়দুল আলমের নেতৃত্বে আনোয়ারপুর বাইপাসে অবস্থিত এজেআর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে ব্যান্ডরোল বিহীন ১০ লক্ষ ৪০০০ হাজার টি নকল আকিজ বিড়ি আটক করা হয়।

উক্ত নকল আকিজ বিড়ি কুস্টিয়া হতে চালান নংঃ ১২১৫২৭  এর মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়। আটককৃত এই বিড়ির বাজারমূল্য  এক লক্ষাধিক টাকা।

অন্যদিকে  একইভাবে, আবগারি ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার এর বিভাগীয় কর্মকর্তা  আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারে ঢাকা -সিলেট মহাসড়কে ছয় ভাই ভবন এর নীচে অবস্থিত এজেআর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা ৫ বস্তা (২০ লক্ষ ৪০০০ হাজার শলাকা ) ব্যান্ডরোলবিহীন  নকল আকিজ বিড়ি আটক করা হয়।  আটককৃত বিড়ির বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।

এ ব্যাপারে, সরকারি রাজস্ব ফাকির দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের  প্রস্তুতি চলছে।

 

0Shares