প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:: শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোর পাঁচটায় কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে।
আজ সকালে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
জানা যায়, সাইকেলটি চালাচ্ছিলেন ৭৪ হছর বয়সী এক বৃদ্ধ। তবে শ্রীলঙ্কার ডেইলি নিউজ লিখেছে, নিহত ব্যক্তির বয়স ৬৪। পুলিশ জানিয়েছে, মেন্ডিসকে আজ আদালতে হাজির করানো হবে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩৭ গড়ে ২৯৯৫ রান তাঁর, ওয়ানডেতে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান। ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা মেন্ডিস করোনাভাইরাসজনিত লকডাউন শেষে শুরু হওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পে ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech