বাংলাদেশকে নিয়ে সাকিবের উইজডেনের স্বীকৃতি উদ্যাপন।

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

বাংলাদেশকে নিয়ে সাকিবের উইজডেনের স্বীকৃতি উদ্যাপন।

ডায়ালসিলেট ডেস্ক::   একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির এ স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, উইজডেনের এ মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সম্মানিত।

সাকিব উইজডেনের এ অর্জন উদ্যাপন করেছেন তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

ওয়ানডেতে এ তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। দ্বিতীয় স্থানে থাকা সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, শন পোলক ও ভারতের বিরাট কোহলিদের।

টেস্টে ষষ্ঠ স্থানে থাকা সাকিবের পেছনে আছেন জ্যাক ক্যালিস, শেন ওয়ার্নের মতো তারকারা। টেস্ট তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

0Shares