প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
আর্ন্তজাতিক ডেস্ক:: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে গত (শনিবার ৪জুলাই) গভীর রাতে রকেট-হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। তবে নিশানা ফস্কে সেটি কাছের একটি বাড়িতে আছড়ে পড়ে। তাতে বাড়ির একাংশ ভেঙে পড়ে জখম হয়েছে এক শিশু। রবিবার এই তথ্য জানিয়েছে ইরাক সেনা।
অনুমান করা হচ্ছে, আকাশপথে ক্ষেপণাস্ত্র হানা রুখতে সম্প্রতি একটি প্রযুক্তিচালিত প্রতিরক্ষা ব্যবস্থা (সি-র্যা ম এয়ার ডিফেন্স সিস্টেম) চালু করেছিল মার্কিন দূতাবাস, সেটি চালু থাকায় নিশানা ফস্কেছে রকেটের।
একই দিন শহরের উম অল-আজ়ম এলাকার তাজি সেনাছাউনিতে আর একটি রকেট হামলা চালানো হয়। ওই ঘটনায় কেউ হতাহত হননি। মার্কিন ও ইরাক সেনার যৌথ বাহিনী উত্তর বাগদাদের এই সেনা ছাউনিকে প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করে। গত মার্চে এখানেই একটি রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হন। বাগদাদের যে এলাকায় এই দূতাবাসগুলি রয়েছে, সেই গ্রিন জ়োনে সম্প্রতি বেশ কয়েকটি হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। ইরাক সেনা সূত্রে জানা যায়, ইরানের মদতপুষ্ট জঙ্গি বাহিনী এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরাকে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি মাথায় রেখে খুব শীগ্রই ইরাক-আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। বৈঠকের দিন যত এগিয়ে আসছে এই ধরনের জঙ্গি হামলার ঘটনাও তত বাড়ছে।
মার্কিন প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা অল-কাধিমি মার্কিন ভবনগুলিকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। গত সপ্তাহে গ্রিন জ়োনে একাধিক জঙ্গি হামলার তদন্তে নেমে ১৪ জনকে গ্রেফতার করে সেনা। এই পদক্ষেপের প্রশংসা করলেও শনিবারের হামলায় ইরাকের কড়া সমালোচনা করেছে আমেরিকা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech