১২ই জুলাই রোববার খুলছে বাংলাদেশে ব্রিটিশ ভিসার আবেদন কেন্দ্র

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

১২ই জুলাই রোববার খুলছে বাংলাদেশে ব্রিটিশ ভিসার আবেদন কেন্দ্র

প্রায় সাড়ে তিন মাস করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র। আগামী রোববার থেকে ব্রিটিশ ভিসা সেবা পাওয়া যাবে ।বিষয়টি গত বুধবার আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানায়।

ভিএফএস গ্লোবাল থেকে আরো জানান, রোববার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন তাদের কার্যক্রম শুরু করছে। ইতোপূর্বে যারা নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন। আর যারা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও ভিসা আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেননি তারা বুধবার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাহকদের সুরক্ষার স্বার্থে এ কারণে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হতে পারে। বিশ্বব্যাপী বিধিনিষেধের কারণে এখন অগ্রাধিকারমূলক সেবা দেয়া সম্ভব হবে না।

এদিকে ভিসার জন্য আবেদনকারীরা আবেদন কেন্দ্রে দ্বিতীয়বার (পাসপোর্ট ফেরত নেয়ার জন্য) আসার বিকল্প হিসেবে কুরিয়ার সেবাও নিতে পারবেন বলে জানান ভিএফএস গ্লোবাল।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বাংলাদেশের করোনাভাইরাস মহামারির কারণে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী রবিবার (১২ই জুলাই ২০২০ইং) চালু হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ