না ফেরার দেশে চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

না ফেরার দেশে চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। বৃহস্পতিবার (৯ই জুলাই ২০২০ইং) থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এর আগে ২রা জুন (মঙ্গলবার ২০২০ইং)  জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন (২০২০ইং শুক্রবার ) সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর তার শরীর কিছুটা  উন্নতি হলে  আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬শে জুন( শুক্রবার ২০২০ইং) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

বৃহস্পতিবার ব্যাংকক স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে  বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান ।

0Shares