এবার পুরো পরিবারসহ আইসোলেশনে সৌরভ গাঙ্গুলী ।

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

এবার পুরো পরিবারসহ আইসোলেশনে সৌরভ গাঙ্গুলী ।

আন্তর্জাতিক ডেস্ক::   ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর পুরো পরিবার এখন আইসোলেশনে।

করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভের বড় ভাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। যেহেতু এক বাড়িতেই থাকেন, তাই সৌরভসহ পরিবারের সব সদস্যকেই থাকতে হবে আইসোলেশনে।

গত কয়েক দিন ধরেই জ্বর ছিল স্নেহাশিসের। গত বুধবার তার নমুনা পরীক্ষা করা হয়। রাতের দিকে রিপোর্ট পান, তাতে পজিটিভ ধরা পড়ে। এর পরই তাকে ভর্তি করা হয় এক হাসপাতালে। এ পরিস্থিতিতে সৌরভকেও থাকতে হবে আইসোলেশনে।

গত ৮ জুলাই জন্মদিন ছিল সৌরভের। সেখানে পরিবারের সব সদস্যই ছিলেন উপস্থিত। সম্প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন, সেটিও দেখা হচ্ছে।

স্নেহাশিসের করোনা হওয়ার ফলে কোয়ারেন্টিনে যাচ্ছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়াও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন,  আগামী কয়েক দিন তিনি ও প্রটোকল মেনে কোয়ারেন্টিনে থাকছেন।

আগামীকাল (শুক্রবার) বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ সম্ভবত বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

0Shares