জম্মু-কাশ্মীরে ‘জঙ্গিবিরোধী’ অভিযানে নিহত ৬ জন ।

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

জম্মু-কাশ্মীরে ‘জঙ্গিবিরোধী’ অভিযানে নিহত ৬ জন ।

আর্ন্তজাতিক ডেস্ক::   ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযানে জম্মু ও কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত হয়েছেন।

আজ (শনিবার) ভোরে সোপিয়ান জেলায় অভিযানে নিহত হন তিনজন। এর আগে, গতকাল শুক্রবার বিকেলে কুলগামে একই অভিযানে একজন শীর্ষস্থানীয় জঙ্গিসহ তিনজন নিহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সোপিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

ভারতীয় বাহিনীর দাবি, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি শুরু করে। পরে তাদের পাল্টা আক্রমণে নিহত হন তিন জঙ্গি।

এদিকে, শুক্রবার বিকেলে একই অভিযানে কুলগামে নিহত হন আরও তিন জঙ্গি। ভারতীয় কর্মকর্তারা নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের কমান্ডার ছিলেন বলেও দাবি করেন ।

জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর।

0Shares