হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান।

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান।

আর্ন্তজাতিক ডেস্ক::  সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকালে রাজকীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ গলব্লাডারের সমস্যায় ভোগছেন। তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল টেস্ট করা হবে।

২০১৫ সাল থেকে সৌদির বাদশা হিসেবে দেশ শাসন করছেন ৮৪ বছর বয়সী সালমান। এর আগে তিনি দেশটির যুবরাজ ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গর্ভনর ছিলেন তিনি।

বয়োবৃদ্ধ বাদশাহ সালমান শারীরিকভাবে খুবই দুর্বল। অন্যের সাহায্য ছাড়া একাকী চলাফেরাও তেমন করতে পারেন না। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।

0Shares