সুনামগঞ্জ জেলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

সুনামগঞ্জ জেলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক ::   সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে র‌্যাব-৯ ও মাদকদ্রব্যে নি. অধি.(সুনামগঞ্জ) এর যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২০ইং) রাত ০৯.৫৫ ঘটিকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩(সুনামগঞ্জ ক্যাম্পের) এএসপি মো. আব্দুল্লাহ এর নেতৃত্বে মাদকদ্রব্যে নি. অধি. এর সমন্বয়ে একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায়একটি যৌথ অভিযান চালিয়ে ধনপুর এলাকা থেকে ১০১ (একশত এক) পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে জনৈক আসামী মো. তাইজত আলী(২২)’কে আটক করে। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মো.নাজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব বাদী হয়ে আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করেছে।

0Shares