প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::চিনাকান্দি বিওপির টহল দল ২৪ আগস্ট রাতে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪,৫০০/- টাকা।
লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ৫১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার মূল্য ১,৩৫,৩০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ২৫ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ৪০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৪টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২,০৪,৮০০/- টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ২৫ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৩,০০০/- টাকা।
মাছিমপুর বিওপির টহল দল ২৫ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের শরীফগঞ্জ নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদসহ ০১টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার মূল্য ১,২৯,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ ও ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং পাথর, মোটর সাইকেল এবং বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম জানান।
এ/০৫
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech