প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০
স্পোর্টস ডেস্ক::তবে তখন পর্যন্ত মেসি বার্সেলোনাকেই রেখেছিলেন তার ভাবনায়। হঠাৎ সব ওলট-পালট হয়ে গেছে। মেসি সবসময় বলে এসেছেন, ন্যু ক্যাম্পেই ক্যারিয়ার শেষ করবেন। তবে তিনি এখন বলছেন ‘আমাকে যেতে দাও’। সংবাদমাধ্যমের দাবি বার্সা ছাড়লে ম্যান সিটিতে যাওয়ার সম্ভাবনাই বেশি মেসির।
এদিকে গুঞ্জন রয়েছে চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থতার পর ক্রিস্টিয়ানো রোনালদোও জুভেন্টাসে অসুখী হয়ে উঠেছেন। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব ছাড়তে চাইছেন। আর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে যোগাযোগ রাখছেন রোনালদো। তবে সাবেক ক্লাব ম্যানইউর প্রতিও আগ্রহ রয়েছে তার। এ প্রসঙ্গে রোনালদোর জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘যখনই আমি তার সঙ্গে কথা বলি সে আমাকে ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্কে জিজ্ঞেস করে। জানতে চায় সবকিছু ঠিকঠাক চলছে কিনা। সবাই জানে এ ক্লাবে সে অনেকদিন কাটিয়েছে। সে ম্যানইউকে অনেক পছন্দ করে। এখানে সে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছে।’
২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানইউতে যোগ দেন রোনালদো। ২০০৮ সালে রেড ডেভিলদের হয়ে জেতেন ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লীগ। সে বছরই প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech