অভিজ্ঞতা সনদ নকল, শাবি থেকে চাকরি হারালেন ইসরাত জাহান

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অভিজ্ঞতা সনদ নকল, শাবি থেকে চাকরি হারালেন  ইসরাত জাহান

ডায়ালসিলেট ডেস্ক::চাকরির অভিজ্ঞতা সনদ নকল প্রমাণিত হওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিদ্যা বিভাগের স্টোরকিপার পদ থেকে চাকরি গেলো ইসরাত জাহানের। রোববার (৩০ আগস্ট) স্থাপত্য বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে ইসরাতের নিয়োগ বাতিলের চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল সিলেট নগরীর সুবিদবাজার এলাকার নুরানি আবাসিক এলাকার ২৩/২ নম্বর বাসার মুহিবুর রহমানের (বিশ্ববিদ্যালয়ের হিসাবদপ্তর শাখার বর্তমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা) স্ত্রী ইসরাত জাহান বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদপত্রসহ শাবিপ্রবির স্টোর কিপার পদে আবেদন করেন। মনোনিত হওয়ার পর ইসরাত জাহান বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্ত হন।

এদিকে, তার অন্যসব সনদের বৈধতা মিললেও বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক যে অভিজ্ঞতা সনদ চাওয়া হয় সেটায় ব্যবহার করেছেন মৌলভীবাজার পৌর মেয়রের স্বাক্ষর নকল করে নিজে বানানো জাল সনদ।

0Shares