প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
স্পোর্টস ডেস্ক::বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চেয়েছিলেন লিওনেল মেসি। সিদ্ধান্ত বদলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০২১ সালের জুন পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। মেসি যদি এরপর ক্লাব ছাড়েন তাকে দলে ভেড়ানোর দৌড়ে ম্যানচেস্টার সিটির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবে প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি)। গত ২৫শে আগস্ট মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়ার পর আগ্রহী হয়েছিল ফরাসি জায়ান্টরাও।
লিওনেল মেসির মতো ফুটবলারকে নিজেদের ক্লাবে কে না চায়। ইন্টার মিলান, লিভারপুল তো প্রকাশ্যেই নিজেদের ভাবনা জানিয়ে বলেছিল, মেসিকে দলে ভেড়ানোর ইচ্ছা থাকলেও ‘সাধ্য’ নেই। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা যে অন্যদের চেয়ে কয়েকগুণ বেশি। ফরাসি জায়ান্ট পিএসজির অবশ্য মেসিকে দলে ভেড়ানোর সামর্থ্য রয়েছে।
২০১১ সালে কাতারি ধনকুবের নাসের আল খেলাইফির মালিকানায় আসার পর আমূল বদলে যাওয়া পিএসজি মেসিকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছিল। এমনটাই জানালেন ক্লাবটির ক্রীড়া পরিচালক লিওনার্দো। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী তারকা লিওনার্দো বলেন, ‘মেসির বার্সেলোনা ছাড়ার খবর শোনার পর আমরা আগ্রহী হয়েছিলাম। তবে (মেসি বার্সেলোনা ছাড়তে পারেন) এটা বিশ্বাস করতে কিছুটা সময় লেগেছে। বারবার মনে হয়েছে, এটা কি আদৌ সম্ভব?’
প্যারিসে মেসিকে ভবিষ্যতে দেখা যাবে কী না এমন প্রশ্নের উত্তর লিওনার্দো দিলেন রহস্য রেখেই, ‘ডেভিড বেকহ্যাম প্যারিসে খেলে গেছে। মেসিকে প্যারিসে দেখা যাবে কী না আমি নিশ্চিত নই।’ প্যারিসে আসার জন্য মেসিকে ফোন করেছিলেন বন্ধু ও এক সময়ের ক্লাব সতীর্থ নেইমার। পিএসজি তারকা যে ক্লাবের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই মেসিকে ফোন করেছিলেন সেটা অবশ্য বলার অপেক্ষা রাখে না।
মেসিকে দলে ভেড়ানোর কাছাকাছি চলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইউরোপের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাঁচ বছরের জন্য সিটিজেনদের ৭০ কোটি ইউরোর প্রস্তাবে সম্মতিও দিয়েছিলেন মেসি। বার্সেলোনা মেসিকে আটকাতে ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লাজ নিয়ে গোঁ ধরায় আর্জেন্টাইন সুপারস্টারের ক্লাব বদল পরিণতি পায়নি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech