প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক::কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠার পর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চেয়ারম্যান নাসের খেলাইফি বলেছিলেন, নেইমার-এমবাপ্পে বিক্রির জন্য নয়। কিন্তু ২১ বছর বয়সী এমবাপ্পেকে হয়তো ধরে রাখতে পারবে না ক্লাবটি। সংবাদমাধ্যম সানডে টাইমসের খবর, ফরাসি তারকা নিজ থেকেই পিএসজিকে জানিয়েছেন, আগামী গ্রীষ্মে ক্লাব ছাড়তে চান তিনি।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার খবরে নিশ্চিতভাবেই খুশি হবে রিয়াল মাদ্রিদ। অনেকদিন ধরে এমবাপ্পেকে নজরে রাখছে স্প্যানিশ ক্লাবটি। আর এমবাপ্পে নিজেও রিয়াল মাদ্রিদের অনুরক্ত। তবে লিভারপুলকেও পছন্দ করেন তিনি। বছরের শুরুতে অলরেডদের নিয়ে ফরাসি তারকা বলেছিলেন, ‘লিভারপুল এই মূহূর্তে যা করছে তা অসাধারণ।
বাইরে থেকে অনেক কিছুই সহজ মনে হয়, কিন্তু কোনো কিছুই আসলে সহজ নয়। ওরা তিন দিন পর পর একটি করে ম্যাচ খেলছে এবং জিতছে। তারা জিতছে, তারা জিতছে। ওরা মেশিনের মতো।’ লিভারপুলের আক্রমণভাগের তিন তারকা মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর চুক্তি ২০২৩ পর্যন্ত। সালাহ ও মানের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। অ্যানফিল্ডে তাদের যোগ্য উত্তরসূরি হতে পারেন এমবাপ্পে। তবে টাইমস জানিয়েছে, এমবাপ্পেকে পেতে রিয়াল-লিভারপুলের সঙ্গে লড়াইয়ে নামতে প্রস্তুত ইংল্যান্ডের আরেক ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
কিন্তু কথা হচ্ছে, এমবাপ্পেকে কত টাকায় ছাড়বে পিএসজি? ২০১৭-১৮ মৌসুমে মোনাকো থেকে ধারে পিএসজিতে পাড়ি দেন এমবাপ্পে। সব প্রতিযোগিতায় ওই মৌসুমে ৪৪ ম্যাচে ২১ গোল করেন তিনি। এরপর ২০১৮তে ১৬৫ মিলিয়ন পাউন্ডে এই ফরোয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ায় পিএসজি। ফরাসি তারকা সঙ্গে কাতারি মালিকানাধীন ক্লাবটি ৫ বছরের চুক্তি করে। ফরাসি জায়ান্টদের সঙ্গে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তি ২০২২ পর্যন্ত। পিএসজি’র জার্সিতে তিন মৌসুমে ১২৪ ম্যাচে ৯০ গোল করেছেন এমবাপ্পে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্যানুযায়ী তার বর্তমান বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো। দলবদলের সময় সেটা আরো বেড়ে যেতে পারে। তবে এমবাপ্পের মতো কাউকে পেতে ২০০ মিলিয়ন খরচ করতেও হয়তো কুণ্ঠাবোধ করবে না রিয়াল মাদ্রিদ-ম্যানইউর মতো ক্লাবগুলো।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech