ছাতকে বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

ছাতকে বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

সুনামগঞ্জের ছাতকে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪জন কারযাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস(নং ঢাকা মেট্রো জ-১১-০৮৪৫) জাউয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকার (নং- ঢাকা মেট্রো গ ১২-৭৪৫৯) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের ৪ যাত্রী আহত হন।

গুরুতর আহত কার যাত্রী তসলিম(২৫) ও শফিকুল(২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ২জনকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্ধ করেছে হাইওয়ে পুলিশ।

0Shares