প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:: সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের ছাতক সুরমা সেতু ‘এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজা’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
পরে এ উপলক্ষে ছাতকের কিবরিয়া কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ, সড়ক ও জনপথ বিভাগরে নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান, দোয়রাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির প্রমুখ।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আমার নির্বাচনী এলাকা ছাতক-দোয়ারাবাজার উপজেলার চার লাখ মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের ছাতকের সুরমা নদীর উপর সুরমা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজার কাজ শুরু হবে। বিগত সময়ে ভূমি অধিগ্রহন ও মামলা জটিলতায় কাজের ধীরগতি ছিল। জনস্বার্থে ১৪ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্থরা উচ্চ আদালত থেকে স্বেচ্ছায় মামলা তুলে নেয়ায় আজ এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজা কাজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। আশা করা যাচ্ছে আগামী জুনের মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করবে।
এমপি মানিক বলেন, এই সেতু বাস্তবায়নের ফলে জেলার বাণিজ্যিক রাজধানী খ্যাত ছাতকের সাথে ব্যবসা বাণিজ্যের দ্বার উম্মুক্ত হবে। এই সেতু বাস্তবায়নের ফলে সরকারি একটি সিমেন্ট ফেক্টোরিসহ বেসরকারি তিনটি সিমেন্ট ফেক্টোরি, নিটল নিলয় কার্টিজ পেপার মিল, আকিজ ফোড এন্ড ভেবারেজসহ মিল কারখানাগুলো পন্য পরিবহণ সচলের পাশাপাশি কর্মসংস্থান হবে কয়েকহাজার মানুষের। এছাড়াও সরাসরি বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে সহজে সড়ক যোগাযোগ মাধ্যম হবে। অবহেলিত এই অঞ্চলের আমুল পরিবর্তনের এই সরকার কাজ করে যাচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech