ঢাকা ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জুড়ী থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ কার্তিক আটক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধি :: মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অব্যাহত মাদকবিরোধী অভিযান চলমান থাকায় জুড়ী উপজেলা এখন প্রায় ৮৫% মাদকমুক্ত। জুড়ী থানা পুলিশ দিন-রাত পরিশ্রম করে করোনার মহামারীতেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জুড়ী বাসীর বৃহত্তর স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ই সেপ্টেম্বর ২০২০ইং) সন্ধ্যায় জুড়ী থানা পুলিশের অভিযানে উপজেলার রত্না চা বাগান থেকে ৫০০গ্রাম গাঁজাসহ কার্তিক কইরি(৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জুড়ী থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম ও এস আই জাহাঙ্গীর আলমের ও এসআই মনির নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী কার্তিক কইরি(৪৫) কে গ্রেফতার করেন।
এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজুর পর আসামীকে আদালতে প্রেরণ করা হবে।