জগন্নাথপুরে তরুণীর নগ্ন ছবি তুলে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

জগন্নাথপুরে তরুণীর নগ্ন ছবি তুলে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুঠোফোনে তার নগ্ন ছবি তুলে পরিবারের কাছে টাকা দাবি করার ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ওই তরুণী। এ ঘটনায় জগন্নাথপুর থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে তরুণীর নগ্ন ছবি ধারণ করা মুঠোফোন উদ্ধার করেছে।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত যুবককে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ দিয়ে জগন্নাথপুর থানার পুলিশ জানায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের ওই তরুণী (২১) ২০১৫ সালে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ে পড়ার সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সুয়েবুর রহমান তাকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর দুই-তিন ঘন্টা পর তাকে বাড়ির সামনে রেখে চলে যায় সুয়েবুর। ঘটনার এক সপ্তাহ পর সুয়েবুর রহমান মেয়েটির বড়বোনের মুঠোফোনে তরুণীর একটি নগ্ন ছবি পাঠায় এবং টাকা দাবি করে। মেয়েটির পরিবার লোকলজ্জার ভয়ে ২০ হাজার টাকা নিয়ে ছবিটি মুঠোফোন থেকে কর্তন করার ব্যাপারে দফারফা করে। ৫ বছর পর আবারও মেয়েটির বোনের মুঠোফোনে ফোন করে টাকা দাবি করে সুয়েবুর। এতে তরুণীর পরিবার রাজি না হওয়ায় গত ১০ সেপ্টেম্বর সিলেট থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে পরিবারের সঙ্গে মেয়েটিকে দেখে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি এবং নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেয়প্রতিপন্ন করার হুমকি দেয় ওই যুবক। এ ঘটনায় গত রবিবার (২০ সেপ্টেম্বর) তরুণী নিজে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং নগ্ন ছবি ধারণ করা মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

0Shares