জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন ১০ অক্টোবর

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন ১০ অক্টোবর

ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন আগামি ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ২ এর অধি শাখার উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক পত্রে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৫টি পৌরসভার উপনির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। এসব তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে । উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মনাফের মৃত্যুতে নির্বাচন কমিশন গত ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনের তফশিল ঘোষনা করে এবং ২৯ মার্চ ভোট গ্রহনের সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ করেনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন জগন্নাথপুরসহ ৫টি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষনা করেন।

0Shares