প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের জগন্নাথপুরে শেয়াল এর কামড়ে সাংবাদিক এর শিশু মেয়ে সহ ৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শেয়াল এর উপদ্রবে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছেন।
জানাযায়, বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একটি শেয়াল বসত ঘরে প্রবেশ করে উপজেলার বালিকান্দী গ্রামের সাংবাদিক মো. হুমায়ুন কবীর ফরীদি এর স্ত্রী আলেয়া বেগম (৩২), দুই বছর বয়সী মেয়ে রাইসা, একই গ্রাম নিবাসী মো. ওয়াতির মিয়ার স্ত্রী হালেমা বেগম (৩৪) ও একই উপজেলার বলবল নিবাসী মৃত মো. মরম আলীর স্ত্রী সাফিয়া বেগম (৫৫) এর ওপর আক্রমণ চালিয়ে গুরুতর আহত করেছে। তাৎক্ষনিক ভাবে আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে একই উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী বাবুল মিয়া, বালিকান্দী গ্রাম নিবাসী যুবলীগ নেতা কামাল হোসেন লিলু, জব্বার মিয়া ও সাঙ্গিয়ারগাঁও গ্রাম নিবাসী হেলাল মিয়া শেয়াল এর আক্রমণে আহত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি জগন্নাথপুর উপজেলায় শেয়াল এর উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছেs। প্রায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের উপর শেয়াল আক্রমণ করছে।##
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech