সুনামগঞ্জ জেলা বাজার মনিটরিং কমিটির অভিযান

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

সুনামগঞ্জ জেলা বাজার মনিটরিং কমিটির অভিযান

ডায়ালসিলেট ডেস্ক:: ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়েছে সুনামগঞ্জ জেলা বাজার মনিটরিং কমিটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলামেরর নেতৃত্বে ছাতক উপজেলার জাউয়া এলাকায় মনিটরিং করা হয়।

ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় দোকানী‌দের দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন, পেয়াজসহ অন্যন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই-বাছাই, কারসা‌জি ক‌রে প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না করতে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ, শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়।

অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন র‍্যাব ৯ এর একটি টিম। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

0Shares