সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

ডায়ালসিলেট ডেস্ক:: কয়েক দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের হাওর ও সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।পানিতে জেলায় দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা।

সুনামগঞ্জের সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। শুক্রবার সকালে ৯টায় সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ভারত থেকে নেমে আসা ঢলে সীমান্তবর্তী নদী যাদুকাটা ও চলতি নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কফর উদ্দিন জানান, টানা বৃষ্টিতে জেলার প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখনো পুরোপুরি ফসলের ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না।

এদিকে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় চতুর্থ দফায় আবারও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশাসহ কয়েক উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে বেশ কিছু বাড়িঘর।

সুনামগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, সুরমা নদীর সুনামগঞ্জ শহরের পাশের ষোলঘর অংশে পানি সাধারণ বিপৎসীমার কাছাকাছি। বৃহস্পতিবার সকালে পানি বিপদ সীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিনি জানান, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি বিপৎসীমা ছাড়াবে। ভারতের মেঘালয়ে গত দু’দিন যেভাবে বৃষ্টি হয়েছে, এভাবে বৃষ্টিপাত হলে নদীর পানি দ্রুত বাড়তে থাকবে।

0Shares