বড়লেখার ডাকাত চট্টগ্রামে গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

বড়লেখার ডাকাত চট্টগ্রামে গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক::

মৌলভীবাজারের বড়লেখার ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ডাকাত আব্দুল কুদ্দুছকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুদ্দুছ বড়লেখার উপজেলার তেলিমেলি গ্রামের আমিন আলীর ছেলে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুছ দীর্ঘ ৮ বছর ধরে আত্মগোপনে ছিল। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও ধরতে পারেনি। কুদ্দুছ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকায় আছে- এমন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিযুষ কান্তি দাস রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন জানান, আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারির আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0Shares