সুনামগঞ্জে ৬৮ বস্তা চালসহ আটক ৪

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

সুনামগঞ্জে ৬৮ বস্তা চালসহ আটক ৪

ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর থেকে আনোয়ার হোসেন আনু ও মাসুক আলীসহ ২জনকে সরকারের খাদ্য বান্ধব কর্ম সুচির ৫৮বস্তা চালসহ আটক করেছে পুলিশ।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, জেলা প্রশাসক ও আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত গভীরে দোয়ারাবাজার থানার ওসি এল এস ডি,সহ পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জয়শ্রী লামাগাঁও থেকে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে ১০ বস্তা চালসহ প্রভাত ও আলাল নামে দুই ব্যক্তি কে আটক করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ জানান, আমাদের কাছে খবর আসে সরকারের খাদ্য বান্ধব কর্ম সুচির চাল পাচার ও কালো বাজারে বিক্রির জন্য মওজুদ আছে তাই খাদ্য বিভাগের ও পুলিশের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি।

0Shares