জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

ডায়ালসিলেট ডেস্ক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় ইমন আহমদ (১৪) নামের এক বাইসাকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় হিজলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাইসাকেল আরোহী উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের জমাত আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহপরান মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইমন আহমদ বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে জগন্নাথপুর বাজারের যাওয়ার উদ্দেশ্য বের হলে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিজলা নামক স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি লেগুনা গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে ইমন আহমদ মারা যায়। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় এলাকাবাসি লেগুনা গাড়ীটি আটক করেছে।

জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

0Shares