৫দিনের রিমান্ড শেষে আদালতে রনি,রাজন ও আইনুল

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

৫দিনের রিমান্ড শেষে আদালতে রনি,রাজন ও আইনুল

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ মামলার আরো তিন আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর২০২০ইং) দুপুর ১টায় শাহপরান থানা পুলিশ আসামীদের কড়া নিরাপত্তায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়। এসময় আসামি শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুলকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন বলে জানিয়েছেন এসএমপির কর্মকর্তারা।

এর আগে গতকাল রাতে এই মামলার অপর তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে জবানবন্দীতে তারা এ ঘটনার জড়িত থাকার কথা দ্বায় স্বীকার করে ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীকে বেঁধে  গৃহবধুকে গণধর্ষণ করে আসামীরা । এ ঘটনায় গৃহবধুর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম,  এবং তারেক আহমদ। মামলার আরো ৩ আসামি অজ্ঞাত রয়েছে।

 

0Shares