প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
আদালতের আদেশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে হাসপাতাল তিনটিকে।
সোমবার মো. আবুল কালাম আজাদ তার যমজ মৃত নবজাতকদের নিয়ে আদালত চত্বরে আসার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
মুমূর্ষু হওয়ার পরও চিকিৎসা অবহেলায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
শিশু দুটির বাবা আবুল কালাম আজাদ সুপ্রিম কোর্টের অফিস সহায়ক (এএলএসএস)।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, এদিন সকালেই সুপ্রিম কোর্টের এমএলএসএস আবুল কালাম আজাদের সড়ে ৫ মাসের অন্তঃসত্তা স্ত্রী সায়েরা খাতুন অসুস্থ বোধ করলে মুগদা ইসলামী ব্যাংক হাসপাতাল নেওয়ার পথে অটোরিকশাতেই তিনি জমজ সন্তান প্রসব করেন।ইসলামী ব্যাংক হাসপাতাল প্রসূতির ভর্তি নিলেও অপরিণত শিশুদের পরিচর্যার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কথা জানিয়ে জমজ দুই নবজাতককে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যেতে বলে।স্ত্রীকে ওই হাসপাতালে রেখে আবুল কালাম আজাদ শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান শিশু দুটিকে।
শিশু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায়, তাদের এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা খালি নাই।আবুল কালাম আজাদ তখনই হাই কোর্টের বেঞ্চটির জ্যেষ্ঠ বিচারকের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি নবজাতকদের বিএসএমএমইউতে নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালাম আজাদ বিএসএমএমইউতে গিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা তাকে প্রথমে জানান,পরিচালক একটি সভায় রয়েছেন। কিছুক্ষণ পর জানান যে পরিচালক বাসায় চলে গেছেন। এরপর পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা একজন চিকিৎসক নিয়ে অ্যাম্বুলেন্সে এসে দেখেন, ওই শিশু দুটি বেঁচে নেই। এরপর আবুল কালাম আজাদ তার নবজাতকদের অ্যাম্বুলেন্সে করে সুপ্রিম কোর্টে চত্বরে নিয়ে আসেন। এরপর আদালত আদেশ দেয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech