অবশেষে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ।

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

অবশেষে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ।

ডায়ালসিলেট ডেস্ক ::বাংলাদেশকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে ভারতে অক্সফোর্ডের ভ্যাক্সিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, প্রথম পর্যায়ে বাংলাদেশকে করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম। ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ হবে। এটি কার্যকর প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেক্সিমকো ফার্মার সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের করোনা ভ্যাকসিন সংক্রান্ত সমঝোতা স্মারক সই শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতি ব্যক্তির জন্য দুটি ডোজ হিসেবে দেড় কোটি মানুষকে দেয়া যাবে এ ভ্যাকসিন।

এর আগে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানান, সরকার বিনা টাকায় এই ভ্যাক্সিন দিবে মানুষকে। প্রথমে সম্মুখযোদ্ধা এবং বয়স্করা পাবেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত বিশ্বের ৯ টি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। অর্থাৎ মানবদেহে প্রয়োগের মাধ্যমে তা পরীক্ষা করা হচ্ছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ