প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
ডায়াল সিলেট ডেস্ক:: সুনামগঞ্জে হাওরের পানি আটকে থাকায় বোরো মৌসুমে ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। অপরিকল্পিতভাবে ফসল রক্ষা, বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য চ্যানেলগুলো অকেজো হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি কৃষকদের।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু কিছু অংশ কেটে সমস্যার সমাধান করা হবে।চলতি বোরো মৌসুমে জেলায় ধানের আবাদের জন্য নিবিড় ১১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু নভেম্বরের শুরুতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬০ হেক্টর বীজতলা তৈরি করেছেন কৃষকেরা।কৃষকেরা জানান, এবার হাওরের পানি আটকে থাকায় ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন কৃষকেরা।কৃষকেরা বলছেন, পানির জন্য এখন আমরা বীজ বপন করতে পারছি না। যেখানে বীজ ফেলব সেখানে আছে হাঁটুপানি। যেখান দিয়ে খাল খনন এর কথা ছিল সেখানে খাল খনন হয়নি। বেড়িবাঁধ দেওয়ার কারণে সব দিকের পানি আটকে গেছে।
জরুরী ভিত্তিতে বাঁধ কেটে হাওর থেকে পানি নিস্কাশনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয় পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, যেসব অঞ্চলে পানি নামা বিলম্বিত হবে সব অঞ্চলে জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওড়ের পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech