সিলেটগামী লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের কাজ সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

সিলেটগামী লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের কাজ সম্পন্ন

ডায়ালসিলেট ডেস্কঃঃ

চট্টগ্রামের পাহাড়তলী থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটির (৯৫১ নম্বর) বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা,  সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী এলাকায় শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তেলবাহী ট্রেনের ওই বগিগুলো লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

উল্লেখ্য, শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ওয়াগনে থাকা ডিজেল কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় স্থানীয় জনগণ পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে দেখা যায়। এ ঘটনার পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রেললাইনের স্লিপারগুলো দুমড়েমুচড়ে গিয়েছিল। এতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত, উপবন ট্রেন, কালনী এবং চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে বিভাগ।

0Shares