সিলেটে করোনায় মৃত ১, সনাক্ত ৩৮

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

সিলেটে করোনায় মৃত ১, সনাক্ত ৩৮

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩৮ জন ও মৃত্যুবরণ করেছেন ১জন এবং  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৪জন ,  সুনামগঞ্জ  জেলার ১ জন এবং এসওএমসিএইচ ৬জন হয়েছেন এবং সিলেটে মারা গেছেন ১জন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৩হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৩৪জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৭, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮০৩ জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৬জন। এর মধ্যে সিলেটে ১৭৩জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯৫২ সুনামগঞ্জ ২হাজার ৩৫২জন, হবিগঞ্জ ১হাজার ৫৪৮ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৯৩জন।

 

0Shares