চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৯

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৯

ডায়ালসিলেট ডেস্ক::  চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা  (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)।

এএসআই জানান, আকবর শাহ থানা এলাকায় আগুনে দগ্ধ হওয়া ৯ জনকে রাতে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। দগ্ধদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

0Shares