প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩৪জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮জন। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৮জন এবং এসওএমসিএইচ ৬জন হয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ১৪৩জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৩জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৩, হবিগঞ্জে ১ হাজার ৮৬৬ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮১১ জন।
করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৮জন। এর মধ্যে সিলেটে ১৭৫জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৫৮জন। এর মধ্যে সিলেটে ৫১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৩৫জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ২২৮ জন ও সুনামগঞ্জ ২হাজার ৩৭৩জন, হবিগঞ্জ ১হাজার ৫৫০ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭০২জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech